গাঁজা সেবনে বাধা দেয়ায় হামলার অভিযোগ, আহত - ৭
প্রকাশিত: ১৮:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২২
ছবি-সংগৃহীত
গাঁজা সেবনে বাধা দেয়ায় মুদি দোকানদারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। মুদি দোকানদার ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া গ্রামের সামচু মাতুব্বর।
জানা গেছে, পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামে বাড়ীর পাশে মুদি দোকান করেন ঐ গ্রামের সামচু মাতুব্বর। তার দোকানের পাশে বসে মাদক সেবন করে এলাকার কিছু বখাটে কিশোর। বার বার নিষেধ করলেও তা তোয়াক্কা করছে না কিশোররা। শুক্রবার রাতে আবারও মাদক সেবনের আসোর বসালে তাতে বাধা দেয় সামচু মাতুব্বর। এতে ক্ষীপ্ত হয়ে তার উপর হামলা করে মাদক সেবনকারীরা। তাকে বাচাঁতে এগিয়ে আসেন তার স্ত্রী, ছেলে, ছেলের বউ। এ সময় হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এ হামলা প্রতিহত করতে গেলে উভয়ের পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় উভয় পক্ষের মহিলা সহ কমপক্ষে ৭ ব্যক্তি আহত হয়। আহতদের নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সামচু মাতুব্বর, রিজিয়া বেগম, পলাশ ও মনোয়ারা বেগমের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সামচু মাতুব্বর বলেন, প্রতিদিন আমার দোকানের পিছনে গ্রামের কাঞ্চন শেখের ছেলে প্রান্ত শেখের নেতৃত্বে মাদক সেবনের আড্ডা বসায়। আমি বাধা দেওয়ায় আমার উপর হামলা চালায়। এসময় আমার স্ত্রী, ছেলে ও ছেলের বউকে মারপিট করে।
কাঞ্চন শেখের ছেলে সাইদুল শেখ জানায়, আমার ছোট ভাই প্রান্তর সাথে সামচু মাতুব্বর ঝগড়া করছে। আমি খবর পেয়ে ওখানে গেলে ওরা আমাকে মারপিট করে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি