ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

চরভদ্রাসন কারাতে দলকে পূরুস্কৃত করলো উপজেলা প্রশাসন

ফরিদপুর (চরভদ্রাসন) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৬, ৮ ফেব্রুয়ারি ২০২২

চরভদ্রাসন কারাতে দলকে পূরুস্কৃত করলো উপজেলা প্রশাসন

ছবি- বঙ্গবাণী

ফরিদপুর জেলায় অনুষ্ঠিত ২য় কিং কারাতে প্রতিযোগীতায় সাফল্যে অর্জন করায় চরভদ্রাসন কারাতে দলকে পূরুস্কৃত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ফেব্রুয়ারী) সন্ধা ৭টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে কারাতে দলকে পুরুস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান মো.আজাদ খান, মো. জাহাঙ্গীর কবির ও মো. ইয়াকুব আলী প্রমূখ। 

কিং কারাতের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম আলীর সঞ্চালনায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং বেল্ট পরীক্ষায় উত্তীর্ন সদস্যদের মাঝে বেল্ট প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ হতে সকল সদস্যকে পূরুস্কার প্রদান করা হয়। এছাড়া সদস্যরা তাদের নিজ খরচে প্রশিক্ষন চালিয়ে যাচ্ছে জানতে পেরে তাদের প্রশিক্ষনের জন্য কক্ষ প্রদান সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত ফরিদপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চরভদ্রাসন কারাতে দল ২টি স্বর্ন,১১টি রোপ্য ও ১৩টি তাম্রিয়মাণ পদক অর্জন করে।

বঙ্গবাণীডটকম/এমএস/এএইস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত