চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে ছুরিকাঘাতে একজন নিহত
প্রকাশিত: ১৮:৩৯, ১০ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি
পৌরসভা নির্বাচনে একটি ভোটকেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে চাঁদপুরে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণের নাম ইয়াসিন (১৮)। তিনি কোড়ালিয়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের কোড়ালিয়া এলাকায় গণি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থক ইয়াসিন ও সাইদের আধিপত্য বিস্তার নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদ ক্ষুদ্ধ হয়ে ইয়াসিনের গলায় ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়েছেন তাঁরা। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এদিকে বেলা ১১টার পর একই ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আহত ব্যক্তিরা হলেন কোড়ালিয়া এলাকার জুয়েল দেওয়ান (৫০), গুয়াখোলার শাহরিয়ার (২৫), ইব্রাহিম খলিল (২৬), টিলাবাড়ির তাজুল ইসলাম (২৬), সব্দার খান এলাকার জলিল মিয়াজি (৪০) ও ফরিদগঞ্জের মোমিন (৪৫)। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকাল নয়টায় চাঁদপুর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন এই ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। পৌরসভার ১৫টি ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি