ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

‘ছয় মাসের মধ্যেই ২০ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে’

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩১, ২৭ ডিসেম্বর ২০২০

‘ছয় মাসের মধ্যেই ২০ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক- ফাইল ছবি

আগামী ছয় মাসের মধ্যেই দেশের ২০ শতাংশ মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের জুনের মধ্যে ২০ শতাংশ মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আসবে। আর আওতার বাইরে থাকবেন সাড়ে ৫ কোটি মানুষ।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষ নাগাদ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসবে। তবে স্বাস্থ্যগত ঝুঁকির কারণে ১৮ বছরের নিচের শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা করোনার ভ্যাকসিন পাবেন না।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে করোনার ভ্যাকসিন বাংলাদেশে (অক্সফোর্ড ভ্যাকসিন) আসবে। ভ্যাকসিন আনার সব ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে। এখন ভ্যাকসিনটা তৈরি ও অনুমোদন পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

বঙ্গাবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত