ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

জনগণের জীবন বলিদানের জন্য রাষ্ট্র নির্মাণ করা হয়নি: রব

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:২৮, ৯ সেপ্টেম্বর ২০২০

জনগণের জীবন বলিদানের জন্য রাষ্ট্র নির্মাণ করা হয়নি: রব

আসম আব্দুর রব

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা চরম নিষ্ঠুরতার নিদর্শন বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘বিনা বিচারে হত্যা এবং হত্যাকে জায়েজ করার জন্য কল্পকাহিনীর রাষ্ট্রীয় পাপ অবশ্যই বন্ধ করতে হবে।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আ স ম আব্দুর রব বলেন, ‘রাষ্ট্রের আনুগত্য পোষণকারী একজন পরীক্ষিত দেশপ্রেমিক নাগরিককে বিনা বিচারে হত্যা কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না। জনগণের জীবন বলিদানের জন্য নয়,জীবন সুরক্ষার জন্য রাষ্ট্র নির্মাণ করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করতে সরকারকে অবশ্যই জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

বঙ্গবাণী/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত