ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১১:০৭, ২ অক্টোবর ২০২০

ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

প্রতীকী ছবি

আবারো ঝড়-বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের ১১ অঞ্চলে আজ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। 

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, বগুড়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় একই সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে প্রখর রোদ রয়েছে।

বঙ্গবাণী/এমএস

আবহাওয়া বিভাগের সর্বাধিক পঠিত