ঢাকা, ১৬ মে, ২০২৫ | জ্যৈষ্ঠ ১ ১৪৩২
ঢাকা, ১৬ মে, ২০২৫       
Shruhid Tea

ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের কঠোর হুশিয়ারি শামা ওবায়েদের

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:০৫, ২৬ এপ্রিল ২০২৫

ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের কঠোর হুশিয়ারি শামা ওবায়েদের

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু

ফরিদপুরের সালথায় ঐতিহ্যবাহী কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না। আজ শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।    

শামা ওবায়েদ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অন্যায় ও অবৈধ কাজের প্রশ্রয় দেন না। আমিও কোনো অন্যায় ও অবৈধ কাজের সঙ্গে থাকবো না। অতএব কুমার নদ থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কুমার নদ আমাদের সম্পদ। এটাকে রক্ষা করতে হবে।

তিনি স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কুমার নদ থেকে বালু উত্তোলন নিয়ে যদি পত্রিকায় প্রতিবেদন না হতো, তাহলে বিষয়টি আমরা জানতাম না। প্রশাসনিক অভিযানের পরেও নাকি বালু উত্তোলন করা হয়। আমি এই প্রতিবেদনটি প্রকাশ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমি জানি না কাদের ছাত্রছায়ায় কুমার নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিছু কিছু নাম পত্রিকায় উঠে এসেছে। তারা নাকি সবাই ম্যানেজ করে নাকি কুমার নদ থেকে বালু উত্তোলন করছেন। কাদেরকে ম্যানেজ করে বালু উত্তোলন করা হচ্ছে, এটা আমি দেখবো।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য শামা ওবায়েদ বলেন, আমি এই মাটির সন্তান হিসেবে কুমার নদ রক্ষা করা আমার অধিকার। আমি সকল নেতাকর্মীকে বলবো, কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। পুলিশ-প্রশাসনকে জানাবেন, যাতে যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে।

তিনি আরো বলেন, যতদিন শহীদ জিয়ার সৈনিকেরা জীবিত আছে, ততদিন সালথা-নগরকান্দার মাটিতে আর কেউ বালু উত্তোলন ও অবৈধ কাজ কেউ করতে পারবে না। এসব কাজে যদি বিএনপির কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমি শুনেছি কুমার নদ থেকে যারা বালু উত্তোলন করছে, তারা ফরিদপুরে বিএনপির কিছু লোকের সাথে খাতির করছে। আমি স্পষ্টভাবে বলছি, ফরিদপুরে কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না।

সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপি নেতা নুর মোহাম্মদ নুরু, যুবদল নেতা এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, আনিচুর রহমান তাজুল, সোহাগ, রাজ প্রমূখ।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত