ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ঢাকা আসছেন ৪ দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:০০, ১০ মার্চ ২০২১

ঢাকা আসছেন ৪ দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে - সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি মাসে ঢাকা সফরে আসবেন দক্ষিণ এশিয়ার চার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।  বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ঢাকা সফরে আসবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১০ দিনব্যাপী অনুষ্ঠানে আগত রাষ্ট্র প্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদেশী অতিথিদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। জাতীয় প্যারেড স্কয়ারে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম থাকবে।

তিনি জানান, অনুষ্ঠানস্থল, অতিথিদের যাতায়াত, হোটেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে ৯৯৯ এর মাধ্যমে জরুরি সেবা দেয়া হবে।

তিনি আরো জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় যেসব অনুষ্ঠান হবে সেসব স্থানেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে অংশ নিতে হলে সবাইকে করনার নেগেটিভ সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। এই ১০ দিন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। 

বঙ্গবাণী/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত