ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ঢাকা বোর্ডে ২৬তম স্থানে সাংবাদিক পুত্র মমোশ্বাদ

আরিফ হোসেন, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫০, ২৮ মার্চ ২০২৩

ঢাকা বোর্ডে ২৬তম স্থানে সাংবাদিক পুত্র মমোশ্বাদ

কুদরত-ই-খোদা (মমোশ্বাদ)

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাংবাদিক পুত্র কুদরত-ই-খোদা (মমোশ্বাদ) ঢাকা বোডের্র মেধা তালিকা-২০২৩ইং-এর ফলাফলে ২৬তম স্থান অর্জন করেছেন। মমোশ্বাদ ট্যালেন্টপুলে স্কলারশীপ পাওয়ার পাশাপাশি ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১১৫৩ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস লাভ করেন।

এ স্কলারশীপ প্রাপ্তীর আওতায় মমোশ্বাদ সম্মান শ্রেনীতে অধ্যায়নরত অবস্থায় প্রতিমাসে ৮২৫/- টাকা করে সম্মানী ভাতা এবং বীনামূল্যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাবেন বলে জানান তিনি। তার পিতা মোঃ মেজবাহ উদ্দিন চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি। মাতা মাকসুদা আক্তার একজন গৃহিনী। ভবিষ্যতে মমোশ্বাদ একজন বিচারপতি হতে চান। 

কুদরত-ই-খোদা (মমোশ্বাদ) তার উজ্জল ভবিষ্যত কামনা করে পিতামাতা, শিক্ষক-শিক্ষিকা, গুরুজন, আত্মীয়-স্বজন সহ সকল শ্রেনী পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।

বঙ্গবাণীডটকম/এমএস

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত