ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

তমার ‘প্রেমের লাড্ডু’ ইউটিউবে (ভিডিও)

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২২

তমার ‘প্রেমের লাড্ডু’ ইউটিউবে (ভিডিও)

তমা মির্জা

প্রেমের লাড্ডু ফুটছে মনে’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরোস্কারপ্রাপ্ত দর্শকপ্রিয় নায়িকা তমা মির্জা। কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রেশমী মির্জা। বাবা যাদবের নির্মাণে গানটির স্টাইলিং ও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

গানটি প্রসঙ্গে তমা মির্জা বলেন, এটি ধামাকা একটি ভিডিও। এমন কাজ এবারই প্রথম করলাম। গানটির জন্য আমি টানা দুই দিন রিহার্সেল করেছি। যদিও এক ঘণ্টার মধ্যেই আমি গানটি তুলে ফেলেছিলাম। কিন্তু নির্মাতা ভীষণ স্টিক। প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রিহার্সেল করতে হতো আমাকে। অবশেষে গানটি প্রকাশের পর বুঝতে পারছি আমি আসলেই ভালো করেছি।

গানটি নিয়ে রেশমী মির্জা বলেন, ‘মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। গান শেষে যখন ভিডিওটা দেখছিলাম আমি তখন কাঁদছিলাম। কারণ আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গানে এত বিপুল বাজেটের ভিডিও তৈরির সাহস একমাত্র টিএম কাপলই করতে পারে। তাদের প্রতি কৃতজ্ঞতা। গানটি উৎসবে আনন্দে সবার মনে বাজুক।’

সম্প্রতি টিজার প্রকাশের পর রোববার (৬ ফেব্রুয়ারি) টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পুরো গানটি উন্মুক্ত করা হয়েছে।

ভিডিও দেখুন এখানে

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত