তরুণীর ফাঁদে ভুয়া মেজর আটক
প্রকাশিত: ১৭:০১, ১৮ এপ্রিল ২০২৫

ছবি-সংগৃহীত
ফরিদপুরে তরুণীর ফাঁদে আমিনুল ইসলাম আপন(৩৭) নামে ভুয়া মেজর আটক হয়েছেন। সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এক তরুণীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আটক আমিনুল ইসলাম আপন পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের পুত্র। সে বাংলাদেশ বর্ডার গার্ডের একজন বরখাস্ত সৈনিক। তার দেয়া তথ্য মতে তিনি ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর, কখনো র্যাব বা ইএই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এক তরুণী জানান, আমিনুল মেজর-এই পরিচয়ে দু’জনের মধ্যে ফেসবুকে কথাবার্তা শুরু এবং একপর্যায়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ওই তরুণী আরও জানান, এরই মধ্যে গত রমজানে আমিনুল তার কাছ থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু ওই টাকা ফেরত দেননি আমিনুল। এরই পরিপ্রেক্ষিতে ওই তরুণী তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরিদপুরে নিয়ে আসেন এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছে। সে কারণে আমরা তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।#
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি