ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

তাপ প্রবাহে চাষিদের জন্য কৃষি বিভাগের পরামর্শ

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৫০, ২৯ এপ্রিল ২০২৪

তাপ প্রবাহে চাষিদের জন্য কৃষি বিভাগের পরামর্শ

ছবি-সংগৃহীত

বেশকিছু দিন ধরেই সারাদেশে চলছে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ। তাপমাত্রা ৩৮ ডিগ্রী থেকে শুরু হয়ে কোথাও কোথাও ৪২ ডিগ্রী পেড়িয়ে যাচ্ছে, যা দুর্বিষহ করে তুলেছে জনজীবন। এমতাবস্থায় দেশবাসীকে সতর্ক করে হিট এলার্ট জারী করেছে সরকার, যার মেযাদ কয়েকবার বৃদ্ধি করা হয়েছে।

বিভিন্ন পেষার মানুষ ঘর, অফিস বা কারখানায় বসে তাদের পেষাগত কার্ক্রম চালিয়ে যেতে পারলেও মাঠফসল নিয়ে বিপাকে পরেছে চাষিরা। প্রচন্ড গড়মের মধ্যে ফসলের পরিচর্যা করতে গিয়ে অসুস্থ হয়ে পরছেন অনেকেই। এমতাবস্থায় চাসিদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন ফরিদপুর কৃষি বিভাগ।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, চলমান তাপ প্রবাহে সবচয়ে ঝুকির মধ্যে রয়েছেন আমাদের চাষি ভাইয়েরা। কারণ মাঠে এখন বোরো ধান, পাট, ভুট্টা, তিল ও বাগানে কলা, আম, পেয়ারারমত বিভিন্ন ধরনের মৌসমী ফল-ফসল রয়েছে। এসব ফল-ফসলের উপযুক্ত পরিচর্যা বা যত্ন করা না গেলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব নয়। তাই এই তীব্র তাপ প্রবাহের মধ্যেও আমাদের চাষি ভাইয়েরা ফসলের পরিচর্যায় নিয়জিত রয়েছেন। এজন্য আমরা তাপ প্রবাহের এই সময়ে চাষি ভাইদের জন্য কিছু পরামর্শ শুপারিশ করছি-

চলমান তাপ প্রবাহে কৃষকের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ 

*বোরো ধানের ক্ষেতে এখনো ফুল আছে বা দুধ অবস্থায় আছে সেসব ধানে সবসময় পানি ধরে রাখতে হবে।

* পাটের খেতে সেচের ব্যবস্থা করতে হবে। 

* তিলের খেতে বাড়তি সেচের ব্যবস্থা চলমান রাখতে হবে।

* বাড়িতে এবং বাগানে যেসব ফল গাছ আছে সেসব ফল বাগানে মালসিং এর ব্যবস্থা রাখতে হবে। 

* আম পেয়ারা ফল বাগানের ক্ষেত্রে শেষ চলমান রাখতে হবে। সেচ রাতে দেওয়াটাই উত্তম।

* তাপদাহে যাতে কৃষকের কোন ক্ষতি না হয় সেজন্য টানা পরিশ্রম না করে দুই ঘন্টা পর পর বিশ্রাম নেওয়ার পরামর্শ প্রদান করা হয়। 

* মাঠে কাজ করার সময় মাতাল ব্যবহার করতে হবে এবং সঙ্গে পানি ও স্যালাইন পানি রাখতে হবে।

* বেশিরভাগ কাজ সকালবেলা এবং বিকেল বেলা করলে কৃষকের হিট স্ট্রোক জনিত সমস্যার ঝুঁকি কমে যাবে।

বঙ্গবাণীডটকম/এমএস

কৃষি বিভাগের সর্বাধিক পঠিত