ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

দুর্গা পূজায় ইমপেরর’র পাঞ্জাবির আয়োজন

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:২২, ২১ সেপ্টেম্বর ২০২৩

দুর্গা পূজায় ইমপেরর’র পাঞ্জাবির আয়োজন

ফাইল ছবি

হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে উৎসবমুখর করতে ইমপের’র  বরাবরের মতো এবারও বাজারে এনেছে স্ট্যাইলিস্ট সব পাঞ্জাবি। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য। সর্বোৎকৃষ্ট এবং মানসম্মত পাঞ্জাবি পরিবেশনে ক্রেতাদের কাছে ইমপেরর দায়বদ্ধ। 

ইমপের’র পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়া দিতে এবং আরাম দায়ক পাঞ্জাবি তৈরির জন্য বরাবরই ভারত-চায়নার বিভিন্ন মিল কারখানা ঘুরে ভালো মানের কটন সিল্ক, ভিসকস, লিনেন কাপড় সংগ্রহ করে থাকে। সেই কাপড় দিয়ে সুদক্ষ ও প্রশিক্ষিত কর্মী দ্বারা নিজস্ব কারখানায়, নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হয় ইমপের’র সমস্ত পাঞ্জাবি।  

পাইকারী বাজারে ইমপের’র পাঞ্জাবি দামে সাশ্রয়ী এবং গুণগত মানে অনন্য। 
ছাড়াও ইমপেরর এ রয়েছে ট্রাউজার। শরতের এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পাঞ্জাবিটি। 

বিস্তারিত জানতে : ব্লক : বি, রোড : ০৯, হাউজ : ১৫৬ (নিচতলা), সেকশন ১২, পল্লবী, মিরপুর। 

হট লাইন : ০১৭১৩ ৩৩১ ১০৬, ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪।

http://Facebook : www.facebook.com/profile.php?id=100081836121606

বঙ্গবাণীডটকম/এমএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত