ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

দেশে আবারো করোনায় মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২১:৩২, ১০ আগস্ট ২০২১

দেশে আবারো করোনায় মৃত্যুর রেকর্ড

ছবি-সংগৃহীত

মহামারী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড গড়েছে। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৬৪ জনের  যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ৫ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

আজকের মৃত্যুর সংখ্যা নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ১৬১ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত