ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

দেশের ২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:২৯, ২০ অক্টোবর ২০২০

দেশের ২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে

দেশের ২০৮টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। ইউনিয়ন ও উপজেলায় মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত এবং জেলা পরিষদের ভোট চলবে বেলা ২টা পর্যন্ত।

দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদে বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে।

ভোটগ্রহণ চলা ১৫ ইউনিয়ন পরিষদ হলো- রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট; ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মন্ডতোষ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি (ইভিএম); চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ির সুয়াবিল।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের  মোতায়েন করেছে কমিশন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি।

বঙ্গবাণী/এমএস

নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত