ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:১০, ৭ অক্টোবর ২০২০

ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসনে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা। বুধবার বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদের সামনে শতাধিক শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় জনগন এতে অংশ গ্রহন করেন।

মানববন্ধন চলাোলীন সময় তারা শ্লাগান দিতে থাকে ‘ধর্ষিতার কান্না আর না আর না, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই’। 

এ সময় চরভদ্রাসন সদর ইউনিয়নর বাসিদা সরকারী সারদা সুদরী কলজর এইচ এস সি পরীক্ষার্থী সামিয়া হক সুচি(১৮) সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

চরভদ্রাসন সরকারী কলজর এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার(১৮) বলেন যদি নারীর পোষাকের কারণে ধর্ষণ হয়ে থাকে তবে শিশুরা ধর্ষিত হচ্ছে কেনো। এ জাতীয় ঘটনা আর না ঘটুক সে দাবী করেন তিনি।

সদর ইউনিয়নর বাসিদা সরকারী রাজদ্র কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র নাঈম বাসার(২০) জানান জনসচেতনতা বৃদ্ধিতে এ মানব বন্ধনের আয়াজন করেছে চরভদ্রাসনর সর্বস্তরের শিক্ষাথীরা।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত