নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীন এর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: ১৩:১৫, ১৪ মার্চ ২০২১

ছবি- বঙ্গবাণী
নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যদের মধ্যে ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সাবেক অধ্যক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ এর আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে পল্লীকবি জসীমউদ্দীন ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।
বঙ্গবাণী/এমএস
- আট আনায় জীবনের আলো কেনা
ফরিদপুরে সপ্তাহব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন - নানা আয়োজনে পল্লীকবি জসীমউদ্দীন এর মৃত্যুবার্ষিকী পালিত
- উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে নতুন বিতর্ক
- জহির রায়হানকে নিয়ে বইমেলায় নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’
- মেলায় সৈকত ইসলাম’র এসো গল্প শিখি ১,২,৩
- কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকী আজ
- বইমেলায় আসছে রনি রেজার ‘খালুইভর্তি হাহাকার’
- ‘পদ্মা সেতুর সাথে ২৪৬৭ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন