‘নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলার এজাহার আমি লিখিনি’
প্রকাশিত: ১৬:৪৩, ১৫ অক্টোবর ২০২০
নিক্সন চৌধুরী ও মামলার বাদী নওয়াবুল ইসলাম
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলার বাদী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানিয়েছেন ওই মামলার এজাহারটি তার নিজের লেখা নয়। চরভদ্রাসন থানায় সকালে মামলা দায়ের করে বের হওয়ার পর সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের নিকট একথা জানান।
সিনিয়র এই নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম মামলা দায়ের করে বের হওয়ার পরপরই মুখোমুখি হন সেখানে উপস্থিত সাংবাদিকদের। এসময় সাংবাদিকেরা তার নিকট মামলার বিষয়ে জানতে চান। জবাবে নওয়াবুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে আমি এমপি মহোদয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছি। তবে এই এজাহারের কিছুই আমার লিখা না। এজাহারটি আমি লিখিনি। ঢাকা থেকে এই এজাহার লিখে পাঠানো হয়েছে। আমি শুধু স্বাক্ষর করেছি মাত্র।’
তিনি বলেন, ‘এজাহারে কি আছে সেটি আপনারা দেখেছেন। এতে এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়েছে।’
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে চরভদ্রাসন থানায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলাটি দাখিল করেন জেলার সিনিয়র জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। মামলার এজাহারটি তার নিকট হতে গ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন খানম। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজন সহকারী কমিশনার (ভূমি) সহ কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেয়ার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
মামলায় চরভদ্রাসন উপজেলার উপ নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে মোবাইল ফোন করে কৈফিয়ত তলব ও সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধসহ নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন ও অশোভন আচরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। একইসাথে নির্বাচনের দিনে একটি ভোট কেন্দ্রের বুথের সামনে জাল ভোট দেয়া ও ধুমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের পর চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেদেরকে সুস্থ মানসিকতাসম্পন্ন মানুষের পক্ষে উচ্চারণ অনুপযোগী অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
এছাড়া একজন সংসদ সদস্য হওয়া সত্বেও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারণা ও কার্যক্রমে অংশগ্রহণ করে এবং নির্বাচনী দায়িত্ব এবং সরকারী কর্তব্য পালনরত কর্মকর্তাদের হুমকি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে নিক্সন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বলে ওই এজাহারে উল্লেখ করা হয়েছে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি