নিক্সনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ১৩:২৪, ১৫ অক্টোবর ২০২০
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ও এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন । ফাইল ছবি
আচরণবিধি লংঘনের অভিযোগ এনে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় বাদী হয়ে এ মামলা করেন ফরিদপুরে জেলার সিনিয়র নির্বাচন অফিসার নওয়াবুল ইসলাম।
এর আগে গতকাল বুধবার ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, বিধিবহির্ভূত আচরণের জন্য নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যে আচরণ করেছেন সেটা কাম্য নয়। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যে রকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।
প্রসঙ্গত, গত শনিবার চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়। ওই নির্বাচনের সময় চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমপি নিক্সনের এক সমর্থককে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আটক করেন।
এতে ক্ষিপ্ত হয়ে এমপি নিক্সন চরভদ্রাসনের ইউএনওর মোবাইলে কল করে ওই ম্যাজিস্ট্রেটকে অকথ্য ভাষায় গালাগালি করেন। নির্বাচনের পর সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে ফরিদপুরের ডিসিকে ‘রাজাকার’ আখ্যায়িত করে তাকে দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন।
বঙ্গবাণী/এমএস
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - হাইকোর্টে নিক্সন চৌধুরী
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ