ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০০, ২৭ অক্টোবর ২০২৪

পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে বিএনপি

ফাইল ছবি

সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ২০১১ সালের ৩০ জুন। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।

চলতি বছরের ছাত্র-জনতার আন্দোরনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর ১৯ আগস্ট পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্ন ওঠে হাইকোর্টে। এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে ৩০ অক্টোবর।

এদিকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। এ সপ্তাহেই হাইকোর্টে আবেদন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি মহাসচিব দেশের বাইরে থাকায় আমরা হাইকোর্টে আবেদন করতে পারিনি। দুই-একদিনে মধ্যেই আবেদন করবো।

অন্যদিকে, জামায়াতে ইসলামীও পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে আইনি লড়াই করবে। তবে আগে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ শুনানি নাকি পঞ্চদশ সংশোধনী নিয়ে লড়াই- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো দলই।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত