ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ৪৬ কেজির বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:২৩, ৮ সেপ্টেম্বর ২০২০

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল ৪৬ কেজির বাঘাইড়

জেলেদের হাতে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। ছবি-সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মমিন নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

সকালে মাছটি দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন মমিন। সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে নেন। মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।

জেলে মমিন জানান, নদীতে জাল ফেলে ভোররাতে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেন তিনি। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করেছে। যার ফলে এখন ছোট বড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। এছাড়াও কয়েকদিনে বাঘাইড়, পাঙ্গাস, রুইসহ অনেক বড় মাছ ধরা পড়েছে। মাছগুলো দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের কাছে জেলেরা বিক্রি করেন। পরে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সামান্য লাভে সেগুলো বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, নদীর পানি কমতে থাকায় পদ্মা ও যমুনার মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। কিন্তু ভরা মৌসুমে বড় মাছ তেমন ধরা পড়ে না। বড় মাছ ধরা পড়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলে ও ব্যবসায়ীরা।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত