ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪ | কার্তিক ৩ ১৪৩১
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪       
Shruhid Tea

পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে : নিতাই রায় চৌধুরী

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২১:২৪, ১৩ অক্টোবর ২০২৪

পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে : নিতাই রায় চৌধুরী

ছবি সংগৃহীত

পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে না। রবিবার দুপুরে পূজা উপলক্ষে মাগুরা মহম্মদপুরের বাবুখালীর নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড:নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন মাগুরাতে এবছর রেকর্ড সংখ্যক পূজা অনুষ্ঠিত হয়েছে,এ বছর ৬০০উপরে পূজা অনুষ্ঠিত হয়েছে যা গতবারের চেয়ে অনেক বেশি। পরাজিত শক্তি পরাজিত হলেও, ষড়যন্ত্র তাদের ভেতর সব সময় কাজ করছে, এই ষড়যন্ত্র দেশের ভেতরও হয়, আবার দেশের বহির থেকেও হয়। আপনারা দেখেছেন তারা ছাত্রলীগ, যুবলীগ দিয়ে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা করতে যেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা খেয়েছে। ব্যার্থ চেষ্টা ও এই সমস্ত অপরাজনীতি করে কোন লাভ হবেনা, দেশটা কিন্তু পাল্টে গেছে, এটা কিন্তু বুঝতে হবে। ১৬ বছরের নির্যাতন নিপীড়নের পর ৫ তারিখের ছাত্রজনতার যে বিপ্লবী গণঅভ্যুত্থান ঘটলো, এই গণঅভ্যুত্থানের মাঝ দিয়ে নতুন বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে। অতএব এটা করে কোন লাভ হবেনা।আজ সমস্ত ব্যাংক গুলো লুটপাট করে নিয়ে খালি করে রেখে গেছে, এটার জন্য আমাদের ঝামেলায় পড়তে হচ্ছে। আজকে সাম্প্রদায়িকতা এদের ভেতর ঢুকিয়ে দিয়ে গেছে, এটাকে আমাদের নির্মূল করতে হবে, আমরা একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল একটি নতুন রাষ্ট্রের রুপান্তর চাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্নআহব্বায়ক মো:আলমগীর হোসেন, যুগ্ন আহব্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, সাবেক জেলা বিএনপির সদস্য মনোয়ার হোসেন খাঁন, সেচ্ছাসেবক দলের সবেক সভাপতি মো:শামীম হোসেন, সদর উপজেলা বিএনপির  আহ্বায়ক কুতুবউদ্দিন, বিএনপি নেতা মিথুন রায় চৌধুরী প্রমুখ।
বঙ্গবাণী ডটকম /এমএস