পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়লো টাইগাররা
প্রকাশিত: ১৭:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ ক্রিকেট দল
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। নিজেদের দুই ইনিংসে যথাক্রমে ২৭৪ ও ১৭২ রান করেছিল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ছিল ২৬২।
একই ভেন্যুতে প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি মেন ইন গ্রিনদের হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দিয়েছে লাল-সবুজরা। বিদেশের মাটিতে সর্বসাকুল্যে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। তবে শক্তির বিচারে এটাই সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজ জয়ের অর্জন।
চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিন সকালে দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। জাকির হাসান ৪০ ও সাদমান ইসলাম ২৪ রানে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করে ম্যাচ বাংলাদেশের হাতের নাগালেই রাখেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে শান্ত ও মুমিনুল দুজনেই আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মিলে স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি। অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। প্রথমটি এসেছিল চলতি সিরিজেই। এর আগে প্রতিবারই হার অথবা ড্র নিয়ে মাঠ ছেরেছিল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। চলতি মাসেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।
বঙ্গবাণীডটকম/এমএস
- আফ্রিকার ফুটবলে কালো জাদু!
- টি-২০ বিশ্বকাপ-২১
সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ - মহানবীকে (স.) নিয়ে আপত্তিকর মন্তব্য, ফ্রান্স দল ছাড়ছেন পগবা
- ১৭ বছর জয় পেলো বাংলাদেশ
- শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুরের জয়
- আইপিএলে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস
- আবারো ইতিহাস গড়লো বাংলাদেশ
- নেপালকে নিয়ে হোয়াটমোরের নতুন চ্যালেঞ্জে
- এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২১
ভারত বিদায়, ফাইনালে বাংলাদেশ - ২ টেস্ট ৩ টি-টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল
- বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে হাড়িয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু
- মেসির গোলে আর্জেন্টিনার বাছাই পর্বে জয়
- বিসিবি প্রেসিডেন্টস কাপ
জয়ে টুর্নামেন্ট শুরু করলো নাজমুল একাদশ - ব্যাট ছেড়ে বোলিংয়ে মুশফিক
- দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ