ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫ | চৈত্র ২৮ ১৪৩১
ঢাকা, ১২ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

পাটুরিয়া ঘাটে উল্টে গেছে গাড়ি বোঝাই ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১১:০৬, ২৭ অক্টোবর ২০২১

পাটুরিয়া ঘাটে উল্টে গেছে গাড়ি বোঝাই ফেরি

ছবি-সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে গাড়ি বোঝাই শাহ আমানত নামের একটি ফেরি উল্টে গেছে। বুধবার  সকাল সারে ৯ টার কয়েকটি বাসসহ ফেরি উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ।

ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

ফেরিতে কতগুলো যানবাহন ছিল, কীভাবে সেটা ডুবে গেল- সে বিষয়ে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। হতহাতের কোনো তথ্যও পরিস্কার ভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলতে পারেনি।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত