ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৮ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

‘পানির উৎস নিয়ে বিরোধ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে’

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৫৭, ১৮ মে ২০২৪

‘পানির উৎস নিয়ে বিরোধ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে’

রিসেপ তাইয়েপ এরদোগান।

সারা বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টিতে ‘পানির উৎস নিয়ে বিরোধ’ এর ভূমিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার ইস্তানবুলে ‘পানির উৎস নিয়ে এশিয়া, আমেরিকা, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দ্বন্দ্ব’ শীর্ষক শিরোনামে কৃষি বিষয়ক একটি সভায় তিনি এ কথা বলেন।

এরদোগান জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব এবং পানিসম্পর্কিত সংঘাতের জন্য তাদের পরিণতির কথাও বলেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে পানির উত্স এবং জলাশয়গুলো সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে। 

এরদোগান উল্লেখ করেন, ২০২২ সালে তুর্কি এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগরের শস্যচুক্তি হয়েছিল।  তুরস্কের নেতৃত্বে এই শস্যচুক্তি যদি না হতো তাহলে বিশ্বের অনেক অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিত, বিশেষ করে আফ্রিকান দেশগুলো দুর্ভিক্ষের কবলে পড়ত। 

এরদোগান জোর দিয়ে বলেন, করোনা মহামারি এবং ইউক্রেনে যুদ্ধকালে তুরস্ক তুর্কি প্রণালী দিয়ে ৩৩ মিলিয়ন টন খাদ্যশস্য পরিহণের ব্যবস্থা করে। এটি যদি না করা হতো তবে বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত