ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ | বৈশাখ ৩ ১৪৩২
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

পুকুর পাড়ে মিললো বস্তাবন্দী ৩ মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:১৮, ১১ এপ্রিল ২০২৫

পুকুর পাড়ে মিললো বস্তাবন্দী ৩ মরদেহ

ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

তিনি বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।

কিভাবে এবং কারা কি কারণে তাদের হত্যা করা হয়েছে সেই রহস্য উদ্ধারে কাজ শুরু করবে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় জানা জায়নি।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত