‘পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মানুষের জন্য এত কিছু করেন না’
প্রকাশিত: ০৮:৩২, ২৭ নভেম্বর ২০২০
মতিয়া চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে দিয়ে আনন্দ পান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি আরো বলেন করোনা শুরু হওয়ার পর তিনি কোটি মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। ৫০ লাখ দরিদ্র মানুষকে আড়াই হাজার করে টাকা দিয়েছেন। ১০ লাখ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন খাওয়াচ্ছেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মানুষের জন্য এতকিছু করেন না।
বৃহস্পতিবার শেরপুরের নকলা উপজেলার বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের সৌরবাতি বিতরণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের হাতে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, করোনার কারণে সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা তখন আমাদের রিজার্ভ রেকর্ড ছাড়িয়েছে। জিডিপি ধরে রেখেছি আমরা। কোভিডের ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা দেয়া অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে যাদের ঘর নেই, জমি নেই তাদের পাকা বাড়ি করে দেয়া হচ্ছে। ভিক্ষুক, হিজড়া, প্রতিবন্ধী মানুষের জন্যও সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বছরের শুরুতে শিশুদের হাতে কোটি কোটি বই তুলে দেয়া হচ্ছে। একজন প্রকৃত জনদরদী নেতা না হলে এসব করা সম্ভব হতো না।
তিনি আরও বলেন, অতীতে অনেক সরকার গেছে কেউ এভাবে দেশের মানুষকে দেয়নি। বঙ্গবন্ধুর মেয়ে বলেই তিনি এত দিতে পারেন। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার।
এ সময় তার সঙ্গে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নকলার ইউএনও মো. জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবাণী/এমএস
- ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
- রিয়ান সভাপতি, ফাহিম সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাদিকুর
- ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী শিকদার করোনায় আক্রান্ত
- শপথ গ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোলা মাস্টারের শ্রদ্ধা
- ইশরাক হোসেনের বাসায় হামলায় বিএনপির ক্ষোভ
- আইসিইউতে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শারীরিক অবস্থার উন্নতি
- লাখো মানুষের অংশগ্রহণে চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা
- মানুষের জন্য কাজ করাই ছাত্রলীগের মূল দায়িত্ব: প্রধানমন্ত্রী
- সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন
- ধর্ষণ আইনের যেন অপব্যবহার না হয়: জিএম কাদের
- ফরিদপুরে খাবার বিতরণ শেষে বিএনপি নেতা জুয়েল সহ গ্রেফতার ২
- প্রার্থী মনোনয়নে বিএনপির নতুন যে নীতিমালা
- উপনির্বাচনে ঢাকা-৫ আসনে মনু ও নওগাঁ-৬ এ হেলাল আ. লীগের প্রার্থী
- ধর্ষণের প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি