ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:২৪, ১৪ ডিসেম্বর ২০২১

প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার এ সান্তাহার পৌরসভার হবির মোড় এলাকায় বিআইআরএস নামে ঐ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে কারখানা থেকে পাঁচজনের লাশ উদ্ধার ও আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই কারখানার শ্রমিক। ঐ কারখানায় প্লাস্টিকের থালা তৈরি করা হতো।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত