ফরিদপুর বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
প্রকাশিত: ১৯:১৯, ২৮ অক্টোবর ২০২৪
ছবি-সংগৃহীত
ফরিদপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার ২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের চত্বরে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপি’র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, নাজমুল আলম রঞ্জন, লুৎফর রহমান প্রমুখ।
সভায় বিএনপি জনমানুষের দল উল্লেখ করে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জনগন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ায় সারা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষেই এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
এ সময় সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগষ্টের পরে আরাম-আয়েশে বিদেশে বসে আছেন, অন্যদিকে দেশের জনগণ কষ্ট পাচ্ছে। তবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সাথে আপোষ না করে বিদেশে পালিয়ে যান নাই।
তারা আরো বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে আমাদের উপর অত্যাচার জুলুম করেছে তা যদি আমাদের কোন নেতা কর্মী ওই ধরনের কর্মকান্ড করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এ সময় একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান। একই সাথে প্রত্যেকটি এলাকায় এরকম মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার ঘোষনা দেন বক্তারা।
অনুষ্ঠানে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ব্যক্তিবর্গ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপি সহ-সভাপতি সেলিম মিয়া। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি