ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে গাড়ি চালকদের ড্রোপ টেষ্ট, দুই জন আটক

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০০, ১২ মে ২০২৪

ফরিদপুরে গাড়ি চালকদের ড্রোপ টেষ্ট, দুই জন আটক

ছবি-সংগৃহীত

দুর্ঘটনারোধে ফরিদপুরের উপর দিয়ে চলাচলকারী দূর পাল্লার যানবাহনের চালকদের ড্রোপ টেষ্ট শুরু হয়েছে। রবিবার সকাল থেকে শহরের বাইপাস সড়কের মুন্সী বাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় দূরপল্লার বাস-ট্রাক চালকদের ড্রোপ টেষ্ট করার পাশাপাশি পেশার ও ডায়াবেটিক মেপে দেখা হয়। এছাড়া গাড়ির ফিটনেসসহ সকল কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিযানে দুই ট্রাক চালককে মাদক গ্রহর করার অভিযোগে তাদের নামে মামলা দিয়ে থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়ম থাকায় বাস ও ট্রাক চালকদের ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সড়ক দুর্ঘটনারোধে চালকদের সতর্ক করতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালাবেন তাদের নামে মামলা দেয়া হবে এবং ফরিদপুরের উপর দিয়ে তারা গাড়ি চালিয়ে যেতে পারবেন না। অভিযানে বিআরটিএ, চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত