ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে শহীদ ৮ পরিবারকে আর্থিক অনুদান দিলো জেলা বিএনপি

বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪১, ৮ অক্টোবর ২০২৪

ফরিদপুরে শহীদ ৮ পরিবারকে আর্থিক অনুদান দিলো জেলা বিএনপি

ছবি- বঙ্গবাণী

স্বৈারাচার পতনের আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করেছে ফরিদপুর জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপত্বিতে মঙ্গলবার দুপুরে ২০২৪ এর ছাত্র আন্দোলনে ৮ শহীদ পরিবারকে বিএনপি পরিবার এর পক্ষ থেকে উক্ত আর্থিক অনুদান প্রদান করা হয়।

ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান প্রদানের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন,  জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ ।

এসময় তারা বলেন, জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত সকল শহীদদেরকে জাতি চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে। তারা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন- পৃথিবীর কোন অনুদান কিংবা ক্ষতিপূরণ আপনাদের এই আত্মত্যাগের সামনে কিছুই না। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে প্রত্যেক শহীদ পরিবারের জন্য স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং প্রত্যেক শহীদের নামে রাস্তা ঘাটের নাম করণ করবো, কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা  পেয়েছে।

সভা শেষে আন্দোলনে নিহত ৮ পরিবারকে ৫০০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান কর
 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত