ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ | আশ্বিন ১ ১৪৩১
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরে সাবেক পৌর মেয়র ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২৯, ২১ আগস্ট ২০২৪

ফরিদপুরে সাবেক পৌর মেয়র ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

অমিতাভ বোস ও শামচুল আলম। ছবি: সংগৃহীত

ফরিদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীসহ ছয় আওয়ামী লীগ নেতাকে আসামি করে চাঁদাবাজি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে দ্রুত বিচার আইনে এ মামলাটি করেন সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরদার।

ওই আদালতের হাকিম জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম মাহমুদ মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত করতে ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন, ফরিদপুরের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ শেখ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা চুন্নু শেখ ও আওয়ামী যুবলীগের কর্মী দিপংকর দাস।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ভিন্ন দল করার কারণে আসামিরা তাঁর (লুৎফর) কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে চলতি বছরের ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আসামিরা রামদা, ছ্যানদা, বল্লম, সড়কি, লোহার রড নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে ভয় দেখায়। এ সময় তাদের ১ লাখ টাকা দিয়ে প্রাণভিক্ষা চাইলে তারা তাঁকে বেদম মারপিট করে। এ সময় আসামিরা তাঁর হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ঘরে আটকে রাখা হয়। আসামিরা পরে ঘরের সব মালপত্র ভাঙচুর করে ও নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।

মামলার বাদী লুৎফর রহমান জানান, আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এতদিন কোনো কিছুই বলা যায়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জজ কোর্টের আইনজীবী মামুনুর রশিদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য ফরিদপুর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, আদালতের নির্দেশে লুৎফর সরদারের মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

অভিযুক্ত অমিতাভ বোস, শামচুল আলম চৌধুরী ও মোফাজ্জেল হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত