ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ | আশ্বিন ১ ১৪৩১
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪       
Shruhid Tea

ফরিদপুরের রাস্তায় ছাত্র-ছাত্রীদের পাশে পরিবেশ উন্নয়ন ফোরাম

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪০, ৮ আগস্ট ২০২৪

ফরিদপুরের রাস্তায় ছাত্র-ছাত্রীদের পাশে পরিবেশ উন্নয়ন ফোরাম

ছবি- বঙ্গবাণী

শেখ হাসিনার পতনের পর দেশে বিরাজমান পরিস্থিতিতে সারাদেশে নিস্ক্রিয়তায় যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবীরা। একই চিত্র দেখা গেছে ফরিদপুর শহরেও। ফরিদপুর শহরের ট্রাফিকের দায়িত্বরত ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার পানি, বিস্কুট, ক্যাপ, মাক্স ও বাঁশি বিতরন করেছেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম। 

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই কর্মসুচি শুরু হয়। এরপর শহরের সদর হাসপাতালের সামনে, সুপার মার্কেট, জনতা ব্যাংকের মোড়, লাভলু সড়ক, থানার মোড়, পূর্ব খাবাসপুর মোড়, গোয়ালচামট হাযড়াতলা ও পুরান বাসস্ট্যান্ড ভাংগা রাস্তার মোড়ে এই কর্মসুচি পরিচালিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ সভাপতি আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বাতেন, ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য নাজমুল সোল্লা ও মোঃ  আবুবক্কার সিদ্দিক অপু, উপদেষ্টা সদস্য মোঃ বজলুর রশিদ প্রমুখ।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত