ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ | মাঘ ২ ১৪৩১
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে‌ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০৯, ১২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে‌ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি-সংগৃহীত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি নামকস্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার‌(১২ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে। সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের কন্ডাকটর ছিল বলে জানা গেছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) নামে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসে থাকা দু'জন নিহত হন। তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বাসটিতে ৩০‌ জনের বেশি যাত্রী ছিল। এতে কমবেশি প্রায় সকলেই আহত হন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে ফরিদপুরের মুন্সিবাজারে রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কায় আহত চা দোকানদার মোঃ: জিন্না চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে ঢাকায় মারা গেছেন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে সেদিন চারজন নিহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের সব যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে  এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত