ফেসবুক মেসেঞ্জারে বিভ্রাট, হচ্ছেনা বার্তা আদান প্রদান
প্রকাশিত: ১৮:২৭, ১০ ডিসেম্বর ২০২০
ফেসবুক মেসেঞ্জারে সমস্যা। ছবি: সংগৃহীত
বিশ্বের নানাপ্রান্তের ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না বলে জানা গেছে। মোবাইল ফোন এবং ডেস্কটপ—উভয় সংস্করণেই ঠিকমতো বার্তা আদান-প্রদান করা যাচ্ছে না। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল থেকেই বাংলাদেশে এ অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মেসেঞ্জারে এ সমস্যার সমাধান হয়নি।
বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, তাদের দেশে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ সমস্যা শুরু হয়।
অনেক ব্যবহারকারী এ নিয়ে মন্তব্যও করেছেন। ছবি: সংগৃহীত
এরই মধ্যে সমস্যাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন অনেকে ব্যবহারকারী। সেখানে মেসেঞ্জারের এমন সাময়িক বন্ধ হওয়ার বিষয়টি লিখেছেন তারা।
ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, মেসেঞ্জারে মেসেজ পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া কারা অনলাইনে আছে সেটিও দেখা যাচ্ছে না।
অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ জন ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে তারা।
এদিকে কয়েকদিন আগে মেসেঞ্জার ‘ভ্যানিশ মোড’ নামের নতুন একটি ফিচার এসেছে। এ ফিচার ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার যুক্ত হওয়ার ১০ দিন পর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ ফিচার এলো।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে টেক্সট, ইমোজি, ছবি, ভয়েস মেসেজ, স্টিকার, জিআইএফ পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।
বঙ্গবাণী/এমএস
- অবিশ্বাস্য দামে সিম্ফনির নতুন ফোন ‘আই৯৯’
- দেশে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ: বিটিআরসি
- ‘করোনার টিকা উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে’
- কবে থেকে দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম?
- বাইকে ১০০ কিলোমিটার চলতে খরচ মাত্র ৭ টাকা
- কাল থেকে টেলিটকে পাওয়া যাবে ৫-জি সেবা
- ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী
- ফেসবুক মেসেঞ্জারে বিভ্রাট, হচ্ছেনা বার্তা আদান প্রদান
- করোনার বিরুদ্ধে শতভাগ কার্যকর বঙ্গভ্যাক্স
- শুক্র গ্রহে প্রাণী!
- পাট থেকে এন্টিবায়োটিক আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের
- সারাদেশে একই দামে পাওয়া যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট