বউকে পিটিয়ে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই!
প্রকাশিত: ১৭:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২১

ছবি-সংগৃহীত
বউকে পিটিয়ে শাশুড়িকে নিয়ে পালিয়েছে জামাই এমন অভিযোগ তুলে গতকাল সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন শ্বশুর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি। তবে শ্বশুরের এ অভিযোগ অস্বীকার করেছেন জামাই এমদাদুল। শ্বশুর নাছির উদ্দিনের বাড়ি পাশ্বর্বতী নীলফামারী জেলার ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি এলাকায়। জামাই এমদাদুল (এনদা) একই এলাকার তরিফ উদ্দিনের ছেলে।
নাছির উদ্দিনের অভিযোগ, গত ২২ জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপির ধুবনী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থানরত তার স্ত্রী আহিতন নেছাকে নিয়ে পালিয়ে যায় মেয়ের জামাই এমদাদুল। এমদাদুলের স্ত্রী নাজলী বেগমের অভিযোগ, তার মায়ের সঙ্গে তার স্বামীর অবৈধ সর্ম্পক। ওই সর্ম্পকের প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়েছে। এ ঘটনায় সোমবার হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাই এমদাদুল বলেন, তার স্ত্রী অনেকের সঙ্গে ফোনে কথা বলেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। আমার শাশুড়ি আমার পক্ষে কথা বলায় তারা বাপ-বেটি মিথ্যা অপবাদ দিচ্ছে।শাশুড়িকে কোথাও নিয়ে যাই নি। বড়খাতা বাজারে নিয়মিত দোকান করছি। এসবের প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ করেছি।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি