বিড়ালে মাছ খেয়েছে, স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্বামী
প্রকাশিত: ১৬:৪১, ২২ নভেম্বর ২০২০
হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা বেগম
বিড়ালে মাছ খাওয়াকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুস কুদ্দুস শাওন নামে এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে স্ত্রী সেলিনা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় রোববার দুপুরে স্বামী আব্দুস কুদ্দুস শাওনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত সেলিনা বেগম। এর আগে, শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাওন ২ নম্বর ওয়ার্ডের দবিয়ার রহমানের ছেলে। আহত সেলিনা একই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নূর ইসলামের মেয়ে।
চিকিৎসাধীন সেলিনা বেগম জানান, আট বছর আগে এক লাখ টাকা যৌতুক ধার্য করে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের ঘর জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান। চার বছর বয়সের ছেলে ও স্বামীকে নিয়ে ভালোই চলছিল সংসার। এরই মধ্যে ফের তাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন শাওন। এতে রাজি না হলে তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।
শুক্রবার দুপুরে সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন শাওন। এতেও রাজি না হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সেলিনার ওপর হামলা চালান। এ সময় তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন স্বামী। পরে প্রতিবেশীরা সেলিনাকে আহত অবস্থায় বাড়ি বাইরে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন বলেন, যৌতুকের কারণে আমার স্ত্রীকে মারধর করা হয়নি। ঘরে থাকা মাছ বিড়াল খেয়েছে বলে তাকে মারধর করা হয়েছে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বঙ্গবাণী/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি