ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

বৃহস্পতিবার উদ্বোধন সর্বজনীন পেনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২৩, ১৪ আগস্ট ২০২৩

বৃহস্পতিবার উদ্বোধন সর্বজনীন পেনশন কর্মসূচি

প্রতীকী ছবি

সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ আগস্ট (বৃহস্পতিবার) ভার্চুয়াল পদ্ধতিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে। এগুলোর নাম হচ্ছে- প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী পেনশন কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সংযুক্ত থাকবে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস।

এর আগে, রোববার সর্বজনীন পেনশন বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে ১৮ থেকে ৫০ বছরের বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ চূড়ান্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রবাসে থাকা যেসব বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নেই, তারাও এ স্কিমে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।  

সর্বজনীন পেনশনের আওতায় চার স্কিমের মধ্যে রয়েছে- প্রবাস স্কিম (প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য), প্রগতি স্কিম (বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য), সুরক্ষা স্কিম (স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য) ও সমতা স্কিম (স্বকর্মে নিয়োজিত স্বল্প আয়ের নাগরিকদের জন্য)। এসব স্কিমে চাঁদার হার কত হবে তাও নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত