ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

ভারতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৫

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৫:১১, ৪ সেপ্টেম্বর ২০২০

ভারতে আতসবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৫

প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ুর এক আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোররণর ঘটনা ঘটেছে। শুক্রবার কুড্ডালোরের একটি কারখানায় বিস্ফোরণ ঘটলে তাতে মারা গিয়েছেন পাঁচজন কর্মী। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে, কুড্ডালোর জেলার কাট্টুমান্নারকোলি এলাকায় অবস্থিত ওই কারখানাটি। তবে এখনও পর্যন্ত বিস্তারিক কোনও খবর আসেনি। স্থানীয় সূত্রের খবর, বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, অগস্ট মাসে মহারাষ্ট্রের পালঘর জেলার একটি রাসায়নিক কারখানায় (explosion at a chemical factory) বিস্ফোরণের জেরে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। পালঘরের তারাপুর শিল্পাঞ্চলে (Tarapur Industrial area) ওই বিস্ফোরণ ঘটে। 

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় পালঘরের তারাপুর শিল্পাঞ্চলে নান্দোলিয়া অর্গ্যানিক কেমিক্যালের রিঅ্যাকটরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, কারখানার ৮ থেকে ১০ কিলোমিটার দূরেও এর অভিঘাত টের পাওয়া যায়।

অন্যদিকে, দক্ষিণ দিল্লির তিগরি এলাকায় এলপিজি সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১৪জন জখম হয়েছেন। বিস্ফোরণের জেরে রান্নার গ্য়াস লিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। কারও মৃত্যুর খবর নেই।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের কোখরাজ এলাকায় এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারান তিন মহিলা। আহত হন একাধিক। সূত্র-এই সময়

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত