ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১০ ১৪৩১
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

‘ভয় নেই পুলিশ আছে’

রাহাত হোসেন, কুমিল্লা বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:৫৪, ১৫ অক্টোবর ২০২০

‘ভয় নেই পুলিশ আছে’

মুরাদনগর থানার ওসি মোঃ নাহিদ আহম্মেদে এলাকাবাসির সঙ্গে পাহারা দিচ্ছে

ডাকাত আতঙ্কে রাত কাটে গোমতী নদীর তীরবর্তী এলাকাবাসীর, মুরাদনগর উপজেলা শুশুন্ডা, জাহাপুর,সাতমোড়া, পাঁচপুকুরিয়া, ছালিয়াকান্দি, নেয়ামতকান্দি গ্রামের মানুষের। প্রতি রাতেই হানা দিচ্ছে চোর- ডাকাত। মানুষের সহায় সম্বল, গবাদি পশু, স্বর্ণালংকার নিয়ে দুঃশ্চিন্তায় থাকে এসব এলাকাবাসী।

তাই বাধ্য হয়ে নির্ঘুম রাত কাটাতে হয় জাহাপুর গ্রামের হাজার হাজার মানুষের। এমন অবস্থায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাহিদ আহম্মেদ নিজেই হাজির হচ্ছেন পাহারাদারের ভূমিকায়। গভীর রাতে পুলিশি টহলে স্ব-শরীরে থাকছেন এলাকাবাসীর পাশে। 

ওসি মোঃ নাহিদ আহম্মেদ বলেন, বেশকিছুদিন ধরে চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন আতঙ্কে আছে। নদী র্নিকটবর্তী গ্রাম হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। আমি এখানকার লোকজনকে বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের পাশে পুলিশ আছে। তবে সতর্ক থাকুন যাতে আপনাদের কোন ক্ষতি না হয়। আমি নিজেই থাকছি আপনাদের নিরাপত্তায়। 

জাহাপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান ইয়াসিন আরাফাত বলেন, ডাকাতরা প্রায় দিনই আসে। তবে ওসি স্যার আছেন বলে আমরা নিরাপত্তায় আছি। রাত গভীর হলেই গোমতী নদী এলাকায় শুরু হয় ডাকাতদের আনাগোনা। রাত গভীর হওয়ার সাথে সাথে এসব অঞ্চলে ঘুমিয়ে পড়া নিরীহ মানুষ গুলোর উপর হামলে করে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা চালায় সংঘবদ্ধ ডাকাত চক্র। তবে পুলিশি টহলে নিরাপত্তা থাকছে সাধারন মানুষরা। পুলিশের সাথে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে সহযোগিতায় এগিয়ে আসছে সাধারন লোকজনও। সন্ধ্যার পর থেকেই জোরদার হচ্ছে নিরাপত্তা। তাই দিন দিন কমছে চোর, ডাকাতের উপদ্রব।

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত