ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৯ ১৪৩১
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওবায়দুর রহমান, মাগুরা প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২২

মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি- বঙ্গবাণী

‘লড়াই-ঐক্য-ভ্রাতৃত্বের বন্ধন’-শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহম্মদপুরে রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১২ফেব্রুয়ারি শনিবার দুপুরে মহম্মদপুর এনএফসি কফিশপে কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠার বার্ষিকীর আয়োজন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ নানা আয়োজনের মাধ্যমে দিন উদযাপন করছে মহম্মদপুর এমআরইউ।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় দৈনিক খোঁজ খবরের স্টাফ রিপোর্টার ও বঙ্গবাণীডটকম ও দৈনিক দেশের পত্রের মাগুরা জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এইচ এন কামরুল ইসলামে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউনুস আলী, মহম্মদপুর আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহম্মদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃসাজ্জাদুর রহমান সাগর, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃআলী আশরাফ, মহম্মদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব মোঃ তৌহিদুল ইসলাম। 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ প্রতিদিন মাগুরা জেলা প্রতিনিধি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক মোঃফারুক আহম্মেদ, দৈনিক গণকন্ঠ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআবুল খায়ের সামচুদ্দীন রনি, দৈনিক বাংলাদেশ সমাচারের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃআলাউদ্দীন, মহম্মদপুর উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কাগজ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি জগন্নাথ সাহা, মহম্মদপুর প্রতিদিনের সম্পাদক জাহিদুল ইসলাম সেতু, দৈনিক দেশসেবা পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃইমরান হোসেন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শ্যামল কুমার বিশ্বাস, দৈনিক গণমুক্তি পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃমাজেদুল ইসলাম, দৈনিক সকালের বার্তার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃসোবাহান মিয়া প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগের ব্যুরো চিপ মোঃ সুজন মাহমুদ।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত