ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মাগুরায় কোটা আন্দোলনকারীদের মিছিল, আটক-১৫

ওবায়দুর রহমান, জেলা প্রতিনিধি, মাগুরা বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৮, ১৭ জুলাই ২০২৪

মাগুরায় কোটা আন্দোলনকারীদের মিছিল, আটক-১৫

ছবি- বঙ্গবাণী

মাগুরার শ্রীপুরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে ছাত্ররা। আজ সকালে শ্রীপুর উপজেলার চার রাস্তা মোড় বটতলা থেকে এ মিছিলটি বের হয়। এ সময় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনকারী সন্দেহে ৭জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। 

আটককৃতরা হলো আশিকুর(১৭), ইয়াসিন সাকিব(১৯), রাজ(১৭), তানিক(১৭), রাজন (১৭), আজমাইন(১৭), জুয়েল রানা(১৭)। এদের বাড়ী শালিখা উপজেলার কাতলী গ্রামে ও ১(ইয়াসিন সকিব) জনের বাড়ী শ্রীপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে। 

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম বুধবার সকালে মাগুরা সরকারি কলেজের সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সমাবেশ করার আহব্বানের একটি পোস্ট শেয়ার করায় মঙ্গলবার রাত থেকেই শহর জুড়ে উৎকন্ঠার সৃষ্টি হয়, এ ঘটনার পর বুধবার সকালে থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন পাশাপাশি সাঁজোয়া যান প্রস্তুত রাখেন। পুলিশের পাশাপাশি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেন ছাত্রলীগ কর্মীরা, এছাড়া শহর জুড়ে যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামিলীগের সহযোগী সংগঠনের কর্মীদের মোটরসাকেলে করে মহড়া দিতে দেখা যায়। 

মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম বলেন, মঙ্গলবার রাতে আমাদের নেতাদের বাড়ীতে অভিযান চালিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর, বিএনপি নেতা মহব্বত আলী যুবদল নেতা রাজু, বিএনপি নেতা মানিক মুন্সী ও মাগুরা সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  সৈয়দ রফিকুল ইসলাম তুষারসহ আমাদের ৮জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:হামিদুল ইসলাম বলেন, আমরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থানকালে কয়েকজন ছেলে আমাদের ভিডিও করতেছিলো, বিষয়টি আমাদের কাছে সন্দেহ জনক মনে হওয়ায় আমরা তাদের ধরে পরিচয় নিশ্চিত হতে তাদের কাছে থাকা ব্যাগ খুজে একজনের ব্যাগে স্কুলের পোশাক পায়, এবং তাদের মোবাইলে কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন ভিডিও পায়, পরে তাদের পুলিশের হাতে তুলে দেই। 

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীপুর উপজেলার ছাড়া মাগুরা শহরের আর কোথাও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কোন সামাবেশ, বিক্ষোভ করতে দেখা যায়নি, এবং কোথাও গয়েবয়ানা জানাযার খবর পাওয়া যায়নি। 

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ কলিমুল্লাহ বলেন, ছাত্রলীগ কর্মীরা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে কয়েকজন আটক করে রেখেছে খবর পেয়ে আমরা সেখানে যেয়ে তাদের কাছ থেকে ৭জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসি, তাদের সবকিছু যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, তাদের বিচ্ছৃংঙ্খালার কোনো পরিকল্পনা না থাকলে, যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে।

বঙ্গবাণীডটকম/ওআর/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত