মুরাদনগরের পূর্ব শত্রুতা জেরে কৃষককে কুপিয়ে জখম
প্রকাশিত: ০০:১৫, ২৬ জুন ২০২৪

ছবি সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে সফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে। আহত শফিকুল ইসলাম উপজেলার সুবিলাচর গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে।
এ ঘটনায় শফিকুল ইসলামের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হলেন, একই গ্রামের মো: মোস্তফার ছেলে শফিকুল ইসলাম, মৃত. ইয়াসিন ব্যাপারীর ছেলে গাউস মিয়া, গাউস মিয়ার ছেলে বিল্লাল হোসেন, মোস্তফা মিয়ার ছেলে জহিরুল ইসলাম, মৃত. ইয়াসিন ব্যপারীর ছেলে মোস্তফা মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামীগনের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে সফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে ভিকটিম শফিকুল ইসলাম পাওনাদারকে টাকা দেওয়ার জন্য এক লক্ষ টাকা নিয়ে ঘর থেকে বাহির হয়। এ সময় সুবিলাচর বাজারে থাকা গাউসমিয়ার দোকানের সামনে দিয়ে শফিকুল ইসলাম যাওয়ার সময় তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আসামীরা। এ সময় দা দিয়ে কুপিয়ে সফিকুল ইসলামকে মাথায় ও হাতে রক্তাক্ত জখম করে আসামীরা। সফিকুল ইসলাম নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকে। পরে আসামীরা শফিকুল ইসলামের সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা সফিকুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
শফিকুল ইসলাম এর মেয়ে নাসরিন আক্তার বলেন, আমার বাবার উপর পরিকল্পিতভাবে আসামীরা হামলা চালিয়ে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করেছে। আমার বাবার সাথে থাকা ১ লাখ টাকা ও ছিনিয়ে নিয়েছে। আমার বাবার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ঘটনায় সফিকুল ইসলামের মেয়ে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি