ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫ | বৈশাখ ১ ১৪৩২
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫       
Shruhid Tea

মৃগীর পুকুর থেকে মৃগী রোগীর লাস উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৫০, ১১ এপ্রিল ২০২৫

মৃগীর পুকুর থেকে মৃগী রোগীর লাস উদ্ধার

সুজন মন্ডল

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রানের একটি পুকুর থেকে সুজন মন্ডল(৩৫) নামে এক যুবকের লাস উদ্ধার করা হয়েছে। মৃগী গ্রামে অবস্থিত জেলা পরিষদের পুকুর থেকে আজ দুপুরে লাসটি উদ্ধার করা হয়। মৃত সুজন মন্ডল মৃগী গ্রামের সিরিষ মণ্ডলের পুত্র।

সুজনের পরিবার থেকে জানানো হয় সে শুক্রবার সকালে পুকুর ঘাটে বসে ব্রাশ করছিল। সুজনকে না পেয়ে তার মা খোজাখুজি করে পাইনি। দুপুরে  প্রতিবেশী রনজিৎ মজুমদার গোসল করতে এসে ভাসমান অবস্থায় লাস দেখতে পায় এবং প্রতিবেশীদের সহায়তায় লাসটি উদ্ধার করা হয়। 

পরিবার থেকে জানানো হয় সুজন মৃগী রোগে ভুগছিলেন। সুজুন কানাইপুর সিনেমা হল পট্রী বাবা সিরিষ মন্ডলের সঙ্গে পুরি-সিঙ্গারার দোকান করতেন। সুজন বিবাহিত ছিলেন। তার স্ত্রী,২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।  

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন এবং এর সত্যতা  নিশ্চিত করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত