ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

মেক্সিকোর সার্ভান্টিনো উৎসবে ‘সাঁতাও’ সহ ৫টি চলচ্চিত্র

বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৪, ১০ আগস্ট ২০২৩

মেক্সিকোর সার্ভান্টিনো উৎসবে ‘সাঁতাও’ সহ ৫টি চলচ্চিত্র

সাতাও চলচ্চিত্রের একটি দৃশ্য

মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১তম আসর। আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র।

চলচ্চিত্র গুলো হচ্ছে নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।

সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’ এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদযাপিত হয়।

 ৫১তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট থেকে জানা যায় নির্মাতা ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’ প্রদর্শিত হবে  ১৬ অক্টোবর এবং নির্মাতা নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে  ১৭ অক্টোবর দুপুর ১২টায়। ১৮ অক্টোবর প্রদর্শিত হবে নির্মাতা উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টায়।

‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, সার্ভান্টিনো উৎসবটি উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠীর শৈল্পিক চিন্তার মানুষদের কাছে আমাদের চলচ্চিত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বিষয়টি একই সাথে আনন্দের এবং সম্মানের। চলচ্চিত্র সমালোচক, সম্পাদক ও সংগঠক জনাব আহমেদ মুজতবা জামাল শোভন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। গত জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক উৎসবে এই ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। তিনি প্রদর্শিত চলচ্চিত্র গুলো হার্ড ডিস্ক বন্দী না রেখে প্রতিনিয়ত বিভিন্ন উৎসবে পাঠিয়ে চলচ্চিত্র গুলোর পরিচর্যা করছেন। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবিদা ইসলাম-কে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই। তিনি সার্ভান্টিনো উৎসবের আয়োজক এবং চলচ্চিত্র নির্মাতাদের মাঝে সেতুবন্ধন তৈরি করেছেন।  

 গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে।

 গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

৫১তম উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অনুষ্ঠানের সময়সূচী:

https://festivalcervantino.gob.mx/programacion/51FIC-Sabana-programacion.pdf

৫১তম উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট:

https://festivalcervantino.gob.mx/

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত