ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

মোংলায় স্বাামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্নহত্যা

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১২:০৩, ২৭ আগস্ট ২০২১

মোংলায় স্বাামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্নহত্যা

ছবি- বঙ্গবাণী

স্বামীর সাথে অভিমান করে মোংলা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের হাজী কাওসার আহম্মেদ সড়ক এলাকায় গলায় ফাঁস দিয়ে জেসমিন  (২৪) নামের এক গৃহবধু আত্নহত্যা করেছে। লাশ গৃহবধুর বসত ঘর থেকে উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ । মোঃ কামরুল ইসলাম ও জেসমিন দম্পত্তির এক বছরের একটি শিশু সন্তান রয়েছে।

শুক্রবার ( ২৭ আগষ্ট) আনুমানিক ভোর ৪টায় মোংলা উপজেলার মাকোরডোন এলাকার কবির শেখের মেয়ে ও হাজী কাওসার আহমেদ সড়কের হোসেন খানের ছেলে মোঃ কামরুল ইসলাম'র স্ত্রী গৃহবধূ জেসমিন আক্তার  ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মোংলা থানার (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেয়েটি  আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তবে লাশ ময়লা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত