ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

যাত্রা শুরু করলো ‘বগুড়া ফুডিস’

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৩৮, ২৩ মে ২০২৪

যাত্রা শুরু করলো ‘বগুড়া ফুডিস’

ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ‘বগুড়া ফুডিস’। প্রয়োজনের সঙ্গী হয়ে মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বাসযোগ্যতা ও আস্থা অর্জনের লক্ষ্যে ‘বগুড়া ফুডিস’ উন্নয়নশীল বাংলাদেশের অংশীদার হতে চায়। এর মধ্যে দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলার ঐতিহ্যবাহী এবং সেরাপণ্যগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর প্ল্যাটফর্মটি।

এ নিয়ে ‘বগুড়া ফুডিস’-এর প্রধান উপদেষ্টা কৃষিবিদ আবুল বাশার মিরাজ জানান, দেশের ঐতিহ্যবাহী খাবারের অন্যতম জেলা বগুড়া। ক্রেতাদের চাহিদার কারণে পুঁজি করে কেবলমাত্র বগুড়ার নাম ব্যবহার করে ভেজাল, অস্বাস্থ্যকর পণ্য সরবরাহ করছে এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীরা। এতে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। ফলে বগুড়ার ঐহিত্যবাহী খাবারের প্রতি মানুষের অনীহা তৈরি হচ্ছে। বগুড়ার ঐহিত্যবাহী সেরা খাবারগুলো পৌঁছে দিতে ও বগুড়াকে ব্যান্ড্রিং করতে সে জায়গায় অন্যতম ভূমিকা রাখবে বগুড়া ফুডিস। বগুড়ায় উৎপাদিত সেরাপণ্য সারাদেশের সকলের কাছেসাশ্রয়ী মূল্যে পৌছে দিতে বগুড়া ফুডিস কাজ করে যাবে।

বগুড়া ফুডিস-এর অন্যতম লক্ষ্যই হলো ক্রেতাদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করা জানিয়ে প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম বলেন, ই-কমার্স যুগে হরহামেশাই ক্রেতাদের প্রতারিত হওয়ার ঘটনা দেখি। যা আমাকে ব্যথিত করে। ক্রেতাদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতেই আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা। আশা করছি, গুণগত মান ঠিক রেখে আপনাদের হাতে সেরাপণ্য তুলে দিতে পারব।

জানা গেছে, যাত্রার শুরুতে জিআই পণ্য স্বীকৃত বগুড়ার দই, মহাস্থানের কটকটি, ঘী এবং ঘিয়ে ভাজা লাচ্ছা নিয়ে কাজ করবে বগুড়া ফুডিস।

বঙ্গবাণীডটকম/এমএস

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত