ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ৭ ১৪৩১
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪       
Shruhid Tea

রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড

বরগুনা প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৭, ২৭ অক্টোবর ২০২০

রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড

বরগুনার রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় আরো ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডপ্রাপ্ত ১৪ জনই অপ্রাপ্তবয়স্ক। এদের ৬ জনকে ১০ বছর, ৪ জনকে ৫ বছর এবং এক জনকে তিন বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় অপর তিন আসামীকে খালাস করে দিয়েছে আদালত।

আজ (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে এ রায় ঘোষণা করেন বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. আবু আবদুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, মো. নাইম, মো. তানভীর হোসেন।

৫ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জয় চন্দ্র সরকার চন্দন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ। তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে প্রিন্স মোল্লাকে।

খালাসপ্রাপ্তরা হলেন- মারুফ মল্লিক, রাতুল সিকদার জয়, আরিয়ান হোসেন শ্রাবণ।

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে শিশু আদালতে নিয়ে আসা হয় কারাগারে থাকা ৬ আসামিকে। এছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে আদালতে হাজির হয় জামিনে থাকা ৮ আসামি।

এর আগে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ আসামিকে খালাস দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

বঙ্গবাণী/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত