ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪ | কার্তিক ৩ ১৪৩১
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪       
Shruhid Tea

লেবাননে ইসরাইলের হামলায় একদিনে ৪৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১২:৪৪, ৩ অক্টোবর ২০২৪

লেবাননে ইসরাইলের হামলায় একদিনে ৪৬ জন নিহত

ছবি-সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলায় একদিনে ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৮৫ জন। বুধবার ইসরাইলি বাহিনী আবারো বিমান হামলা চালায়, যার ফলে মধ্য লেবাননে অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের উপকণ্ঠ এবং বেকা, বালবেক-হারমেল অঞ্চলে হামলার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

রাতভর বৈরুতের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী, যেখানে একের পর এক বোমা ফেলা হয়। সেন্ট্রাল বৈরুতের একটি বেসামরিক ভবনে হামলা চালানো হয়েছে, যা এই এলাকাটির জন্য দ্বিতীয়বারের মতো টার্গেট হয়েছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর হামলায় অন্তত ৬ জন মারা গেছেন এবং আরো ৮ জন আহত হয়েছেন। এদিকে, স্থল অভিযানে ইসরাইলি সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধাদের। বুধবারের সংঘর্ষে ইসরাইলের আট সেনা নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত