ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ১৯ ১৪৩১
ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫৪, ৬ নভেম্বর ২০২০

শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রকাশ্যে মদপানের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদপানের সময় তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মোহাম্মদ রনি (২৪), নাসির উদ্দিন (২৮) ও মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদপান করছিলেন আটক তিনজন। বিষয়টি তাদের নজরে আসে। তাৎক্ষণিক তারা মদপানের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। একই সঙ্গে থানায় খবর দেয়া হয়। পরে শাহবাগ থানা থেকে পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে তাদের নিয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, শহীদ মিনার এলাকায় মাদক বহন ও সেবনের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছি। এর মধ্যে একজন শহীদ মিনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী রয়েছে। বাকি দুইজন বহিরাগত।

বঙ্গবাণী/এমএস

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত